News71.com
 Bangladesh
 26 May 16, 01:07 PM
 480           
 0
 26 May 16, 01:07 PM

নির্মাণ ও কাঠ শিল্পের আন্তর্জা‌তিক প্রদর্শনী রাজধানীর বসুন্ধরায়।।

নির্মাণ ও কাঠ শিল্পের আন্তর্জা‌তিক প্রদর্শনী রাজধানীর বসুন্ধরায়।।

নিউজ ডেস্কঃ আধুনিক নির্মাণ অবকাঠামো ও কাঠ শিল্পের নতুন আবিষ্কার, প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ‘দ্বিতীয় বাংলাদেশ বিল্ডকন’ এবং ‘জেট প্রেজেন্টস দ্বিতীয় বাংলাদেশ উড-২০১৬’ শীর্ষক দু’টি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় তিনব্যাপী প্রদর্শনীটির উদ্বোধন করেন ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার ড.আদর্শ সোয়াইকা।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস লিমিটেড যৌথভাবে প্রদর্শনীটির আয়োজক হিসেবে কাজ করে।

কনভেনশন সেন্টারের হল নম্বর ২ ও ৪ জুড়ে চলছে প্রদর্শনী। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিল্ডকন প্রদর্শনীতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় সরবরাহকারীদের স্থাপত্য, নির্মাণ, নির্মাণ সামগ্রী, প্রকৌশল, উদ্ভাবন, ইন্টেরিয়র ডিজাইন তুলে ধরা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন