News71.com
 Bangladesh
 26 May 16, 10:13 PM
 487           
 0
 26 May 16, 10:13 PM

নতুন ভ্যাট আইনের বিরুদ্ধে আন্দোলনে নামছে ব্যবসায়ীরা।।

নতুন ভ্যাট আইনের বিরুদ্ধে আন্দোলনে নামছে ব্যবসায়ীরা।।

নিউজ ডেস্কঃ আগামি জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করার প্রতিবাদে সারাদেশের ব্যবসায়ীরা আন্দোলনে যাচ্ছে। আগামী ৩০শে মে দেশব্যাপী ব্যবসা- প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পলনের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। গত মঙ্গলবার এফবিসিসিআইয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ী ঐক্য ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে। এ জন্য ২৫ মের অনুষ্ঠিতব্য কর্মসূচি বাতিল করা হয়েছে। জানা গেছে, ৩০ মে সারা দেশের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে যৌথ কমিটির ৭টি সুপারিশ ও প্যাকেজ ভ্যাট বহাল রাখাই এখন আমাদের মূল দাবি। ২ তারিখের বাজেটে এ দাবির প্রতিফলন না দেখা গেলে এর পর কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে।

নতুন আইন অনুযায়ী জুলাই মাস থেকে ব্যবসায়ীদের সকল পণ্যের ওপর ১৫ শতাংশ হারে মূসক দিতে হবে। থাকছে না প্যাকেজ ভ্যাট। ব্যবসায়ীরা এর বিরোধিতা করে আসছেন সকল আলোচনায়। বিষয়টি নিয়ে এনবিআর ও অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট আলোচনার টেবিলে কথা বলেছিলেন ব্যবসায়ীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন