News71.com
 Bangladesh
 27 May 16, 12:42 PM
 552           
 0
 27 May 16, 12:42 PM

প্রতারণার দায়ে চট্টগ্রামে বাসের হেলপার আটক ১।।

প্রতারণার দায়ে চট্টগ্রামে বাসের হেলপার আটক ১।।

নিউজ ডেস্কঃ ঈগল পরিবহনে বাসের হেলপার হিসেবে কাজ করত মোস্তাফিজুর রহমান ওরফে নিরব রফে বাবু (২৯)। একসময় ওই পেশা ছেড়ে দিয়ে প্রতারণায় নামে। নিজেকে কখনও বিচারক, কখনও এনএসআই-ডিজিএফআই, কখনও সিআইডি-দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে বিকাশ অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নিতে শুরু করে বাবু।

গতকাল বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশের একটি টিম নগরীর পতেঙ্গায় অভিযান চালিয়ে বাবুকে আটক করতে সক্ষম হয়। বাবুর বাড়ি নওগাঁ জেলার নেয়ামতপুরে। নগরীর পতেঙ্গা বেড়িবাঁধ এলাকায় জনৈক ইসমাইলের ভাড়াঘরে সে থাকে। আটকের পর তার কাছ থেকে ২টি মোবাইল ও ৬ সিম উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাবু বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন, টেন্ডার বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, নিখোঁজ বিজ্ঞপ্তি থেকে সংশ্লিষ্ট অফিস বা কর্মকর্তার নাম, পদবি, আইডি নম্বর, ঠিকানা সংগ্রহ করে প্রতারণার ফাঁদ পাতত। লোকজনকে বিভ্রান্ত করে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে আত্মসাত করত বাবু। এ ধরনের চারটি অভিযোগ নগর গোয়েন্দা পুলিশের কাছে জমা পড়ার পর বাবুকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন