News71.com
 Bangladesh
 29 May 16, 11:32 AM
 516           
 0
 29 May 16, 11:32 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচনে জোট বেঁধেছে রাজপথের চির প্রতিদন্ধি আ.লীগ-বিএনপিপন্থি শিক্ষকবৃন্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচনে জোট বেঁধেছে রাজপথের চির প্রতিদন্ধি আ.লীগ-বিএনপিপন্থি শিক্ষকবৃন্দ

জাবি প্রতিনিধি: আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, শিক্ষক পর্ষদ ও অর্থ কমিটির নির্বাচন নিয়ে অন্তর্কোন্দলে বিভক্ত হয়ে পড়েছে বিএনপিপন্থি শিক্ষকরা। এ নিয়ে এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে পাল্টাপাল্টি প্রচারপত্রও বিলি করা শুরু করেছে ।

মতবিরোধের কারণে নির্বাচনে বিএনপিপন্থি ১৩ জন শিক্ষক আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সঙ্গে ‘সম্মিলিত শিক্ষক প্যানেল’ নামে জোট গঠন করেছেন এবং এর বিরোধিতা করে প্রচারপত্র বিলি করেছেন বিএনপিপন্থি আরেক অংশের শিক্ষকরা ।

প্রচারপত্রে বলা হচ্ছে, 'আমরা আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, কৌশল নির্ধারণ ও প্রার্থিতা চূড়ান্ত করণের লক্ষ্যে গত ২৫ মে সাধারণ সভায় মিলিত হই। উক্ত সভায় প্রার্থি চূড়ান্ত করা হয়। কিন্তু ফোরামের সভায় কয়েকজন সদস্য আওয়ামীপন্থি শিক্ষকদের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার প্রস্তাব প্রদান করেন। সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যরা জোটবদ্ধ নির্বাচনের বিরোধিতা করে এককভাবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে নির্বাচন করার পক্ষে মত দেন। অথচ আমরা লক্ষ্য করছি যে ,ফোরামের কয়েকজন সদস্য সংখ্যাগরিষ্ঠদের মতামতকে উপেক্ষা করে আওয়ামীপন্থি শিক্ষকদের সাথে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করছেন।'

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান বলেন,‘আমরা সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে এই জোট গঠন করেছি। জোটের বিরোধিতা করে যারা প্রচারপত্র বিতরণ করছে তারা মূলত দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন