News71.com
 Bangladesh
 29 May 16, 03:04 PM
 1011           
 0
 29 May 16, 03:04 PM

কিশোরগঞ্জের চার উপজেলায় তারবিহীন ইন্টারনেট

কিশোরগঞ্জের চার উপজেলায় তারবিহীন ইন্টারনেট

নিউজ ডেস্ক: বরাবরই গ্রামের মানুষ উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবহার থেকে বঞ্চিত থাকেন। এরই ব্যতিক্রম ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় । তরুণ ফজলে রাব্বী নিজের উপজেলা ও পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার জন্য তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করছেন।

গতকাল শনিবার তিনি বলেন, ‘এখন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চলছে। তবে আগামী ১ জুন থেকে তাঁর স্কাইনেট টেকনোলজি নামের প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিকভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর, ভৈরব, কটিয়াদী ও বাজিতপুর উপজেলার গ্রাহকদের ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।

চার উপজেলায় ইন্টারনেট সংযোগ দেয়ার জন্য কুলিয়ারচরে একটি টাওয়ার স্থাপন করেছেন ফজলে রাব্বী। ফজলে রাব্বীর টাওয়ার থেকে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তারহীন ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে। ব্যবহারকারীদের জন্য শুধু দরকার পড়বে একটি ইউবিএনটি মডেমের। আর সেটি কম্পিউটারে লাগিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে অতি সহজেই। ফজলে রাব্বী বিটিসিএলের সংযোগ ব্যবহার করছেন বলে জানান। তিনি ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য ইতিমধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স নিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন