News71.com
 Bangladesh
 29 May 16, 03:11 PM
 434           
 0
 29 May 16, 03:11 PM

পিরোজপুরে ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড

পিরোজপুরে ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণার অভিযোগে রুহুল আমিন (৪২) নামের এক ভুয়া চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদউদ্দিন এ সাজা দেন। অভিযুক্ত রুহুল আমিনের বাড়ি বরগুনার বামনা উপজেলার গোলাঘাট গ্রামে।

মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিবুল্লাহ জানান, মঠবাড়িয়া পৌর শহরের নিউ মার্কেট সড়কের একটি বাসায় দীর্ঘদিন ধরে রোগীদের চক্ষু চিকিৎসা দিয়ে আসছেন রুহুল আমিন। তবে তাঁর বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের কোনো চিকিৎসা সনদ নেই। চিকিৎসক না হয়েও রোগীদের চক্ষু চিকিৎসা দেওয়ার দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ (১) (৩) ধারার তাঁকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা বশির আহমেদ বলেন, ‘এমবিবিএস ডিগ্রিধারী এবং চক্ষু বিশেষজ্ঞ ছাড়া কোনো চিকিৎসক কার্যত রোগীদের চক্ষু চিকিৎসা দিতে পারেন না’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন