News71.com
 Bangladesh
 29 May 16, 06:24 PM
 431           
 0
 29 May 16, 06:24 PM

ভুল আইনে বিচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

ভুল আইনে বিচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক: ভুল আইনে বিচার করার দায়ে অভিযুক্ত বিচারকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একটি ধর্ষণের ঘটনার বিচার ভুল আইনে করায় প্রায় ১৫ বছর আগে ভোলার আব্দুল জলিলকে অন্যায়ভাবে সাজা খাটতে হয়।

আজ রোববার সকালে সাংবাদিকরা, রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে আইনমন্ত্রীর অবস্থান জানতে চান ।

এ ব্যাপারে আইনমন্ত্রী বলেন, অভিযোগ প্রমাণিত হলে যেকোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আইনমন্ত্রী আরও বলেন, “নিশ্চয়ই। এটাইতো স্বাভাবিক যে, কর্তব্য পালনে ব্যর্থ হলে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে। কোনো ফৌজদারি অপরাধ হলে মামলা হবে। দেওয়ানি অপরাধ হলে সেখানেও ফাইনের জন্য মামলা হবে।”

উল্লেখ্য হাই কোর্টের রায়ে বলা হয়, আসামি নাবালক হওয়ার পরও নিম্ন আদালতের বিচারক শিশু আইনে তার বিচার না করে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন। নিম্ন আদালতের বিচারক এ মামলার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও মানেন নি। এর দায় থেকে তিনি রেহায় পেতে পারেন না।


আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগে কখনও ভুল হবে না-এমন নিশ্চয়তা দেওয়া যাবে না। তবে এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন