News71.com
 Bangladesh
 30 May 16, 12:03 AM
 440           
 0
 30 May 16, 12:03 AM

গ্রাহকদের অভিযোগ জানতে মোবাইলে বিদ্যুৎ বিভাগের জরিপ কার্যক্রমI

গ্রাহকদের অভিযোগ জানতে মোবাইলে বিদ্যুৎ বিভাগের জরিপ কার্যক্রমI

নিউজ ডেস্ক: বিদ্যুৎ বিভাগের সেবা সম্পর্কে গ্রাহক মতামত জানতে মোবাইল ফোনে জরিপ কার্যক্রম চালাবে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ।

এই জরিপে প্রাপ্ত গ্রাহকদের মতামত ও সমালোচনার ভিত্তিতে আগামীতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। রোববার বিদ্যুৎ ভবনে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব বলেন।

রোববার সকালে বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাথে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিভাগের অধীনে থাকা বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল। অনুষ্ঠানে বলা হয়েছে প্রতিবছর জুন মাসে গ্রীষ্মকালীন ও জানুয়ারি মাসে শীতকালীন জরিপ পরিচালনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

এর মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, সমালোচনা ও মতামতের ভিত্তিতে আগামী দিনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন