News71.com
 Bangladesh
 30 May 16, 11:12 AM
 421           
 0
 30 May 16, 11:12 AM

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যানচলাচল বন্ধ।।

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যানচলাচল বন্ধ।।

নিউজ ডেস্কঃ দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে আজ সোমবার দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস চলাচল। গতকাল রবিবার সকাল থেকে এ রুটে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। সংশ্লিষ্টরা জানান, গাড়ির সিরিয়াল নেওয়া ও টিকেট কাটাকে কেন্দ্র গত ২৬শে মে খাগড়াছড়ি পরিবহন শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রামের নাজিরহাট শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল থেকে নাজিরহাটের পরিবহন শ্রমিকরা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মোঃ হারুন-অর-রশিদ জানান, গতকাল দুই মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে বৈঠকে গাড়ি চালানোর সিদ্ধান্ত হলেও রাতে নাজিরহাটে খাগড়াছড়ি পরিবহন শ্রমিকদের উপর হামলা হয়েছে। এ কারণে যান চলাচল বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম শফি জানান, দুই শ্রমিক সংগঠনের বিরোধ নিষ্পত্তির জন্য কবে বৈঠক হবে এখনো ঠিক হয়নি। তবে এ বিষয়ে নাজিরহাট পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের বক্তব্য নেওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন