News71.com
 Bangladesh
 30 May 16, 07:40 PM
 2119           
 0
 30 May 16, 07:40 PM

খুলনা সিটি করপোরেশনের সীমানা বাড়ছে...

খুলনা সিটি করপোরেশনের সীমানা বাড়ছে...

নিউজ ডেস্ক: খুলনা সিটি করপোরেশনের পরিধি বাড়ছে। নগরীর সীমানা সংলগ্ন বেশকিছু মৌজায় অবকাঠামোগত উন্নয়ন ও জনবসতি বৃদ্ধি পাবার ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিধি বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২৬ টি মৌজা অন্তর্ভুক্তের মধ্য দিয়ে খুলনা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারিত হচ্ছে। এসব মৌজাগুলো যুক্ত হলে আয়োতনে দ্বিগুণ হবে করপোরেশনের সীমানা। সিটি করপোরেশন সূত্রে মতে, ‘এসব মৌজা গুলোর অবস্থান বটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা ও রূপসা উপজেলার মধ্যে। সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার সংবাদে আনন্দ প্রকাশ করেছেন এলাকার মানুষ।

সীমানা বৃদ্ধির ব্যাপারে ৩০মে’র মধ্যে আপত্তি জানানোর জন্য জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এখন পর্যন্ত ৫ টি অভিযোগ জমা পড়েছে বলে জানান খুলনা জেলা প্রশাসক মো: নাজমুল আহসান।

এদিকে সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি পেলে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাবার পাশাপাশি রাজস্ব আয়ও বাড়বে বলে জানান, খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস।

উল্লেখ্য ১৯৯০ সালে ৩১টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করে খুলনা সিটি করপোরেশন । বর্তমানে এর আয়তন ৪৫ দশমিক ৬৫ বর্গ কিলোমিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন