News71.com
 Bangladesh
 31 May 16, 11:58 AM
 510           
 0
 31 May 16, 11:58 AM

আজ দুপুরে সুন্দরবনের ডাকাতদল মাস্টার বাহিনি'র আনুষ্ঠানিক আত্মসমর্পণ ।।

আজ দুপুরে সুন্দরবনের ডাকাতদল মাস্টার বাহিনি'র আনুষ্ঠানিক আত্মসমর্পণ ।।

নিউজ ডেস্কঃ সুন্দরবনের ডাকাতদল 'মাস্টার বাহিনি' আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যা্ব মহাপরিচালকের উপস্থিতিতে আজ দুপুরে বাগেরহাটের মংলায় আত্মসমর্পণের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

র্যা ব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর ৩টায় মংলায় আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অস্ত্র জমা দেওয়া ৭ জনকে নিয়ে সুন্দরবনে আমাদের অভিযান চলছে। চেষ্টা করছি এই ডাকাত বাহিনির বাকি সদস্যদের আত্মসমর্পণ করাতে।

র্যা বের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের পশ্চিম উপকূল এবং সুন্দরবনের জেলে, বাওয়ালী, মৌয়ালদের ত্রাস ডাকাতদল 'মাস্টার বাহিনি'। নৌকা ও জালের হিসাব করে নির্ধারিত হারে ডাকাতদের চাঁদা দিতে হতো জেলে ও বনজীবীদের। এতোদিন অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল এ বাহিনির সদস্যরা। ডাকাতদের বাড়ি বাগেরহাটের রামপাল, মংলা, মোরেলগঞ্জ, শরণখোলা, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন