নিউজ ডেস্কঃ হবিগঞ্জের আজমিরিগঞ্জে ভিজিডি কর্মসূচির চাল পাচারকালে জাবের মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টায় চাল বহনকারী গাড়িসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শিবপাশার আতু মিয়ার ছেলে।
জানা যায়, ভিজিডি কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে হবিগঞ্জে নিয়ে যাচ্ছিল জাবের মিয়া। রাস্তায় স্থানীয় জনতা গাড়িসহ তাকে হাতেনাতে আটক করে। পরে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়।