নিউজ ডেস্কঃ মাদারীপুর জেলার কালকিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ হায়দার হোসেন (৬২) নামে পুলিশের অবসরপ্রাপ্ত এক সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। হায়দার হোসেন কালকিনি উপজেলার ডাসার থানার বেতবাড়ি গ্রামের সৈয়দ খালেকের ছেলে। তিনি গত ২০১৭ সালে রাজারবাগ পুলিশ লাইনে টেলিফোন অপারেটর হিসেবে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন।
জানা গেছে, সকালে সৈয়দ হায়দার হোসেন তার নিজ বাড়ির পুকুরে মোটর বসিয়ে পানি সেচ দিতে যান। এ সময় হঠাৎ মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে এলাকার লোকজন পুকুরের পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে, পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। নিহতের ভাতিজা সৈয়দ রাকিবুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।