News71.com
 Bangladesh
 03 Sep 21, 12:46 PM
 106           
 0
 03 Sep 21, 12:46 PM

সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক॥

সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক॥

নিউজ ডেস্কঃ সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।বৃহস্পতিবার বিকেলে নগরের একটি বেসরকারি হাসপাতালে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বর্ণাঢ্য জীবনের অধিকারী অ্যাডভোকেট লুৎফুর রহমান সিলেট জেলার সাবেক বালাগঞ্জ থানা বর্তমানে ওসমানীগর উপজেলার ৩নম্বর পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড়হাজীপুর গ্রামে ১৯৪০ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি নিজ গ্রামের সরকারি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। পরে মৌলভীবাজার জেলার সরকারি হাইস্কুলে ভর্তি হন এবং ১৯৫৯ সালে অংকে লেটার মার্কসহ কৃতিত্বের সঙ্গে মেট্রিকুলেশন পরীক্ষায় পাস করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন