News71.com
 Bangladesh
 13 Jan 16, 12:57 PM
 1835           
 0
 13 Jan 16, 12:57 PM

১৪ ফেব্রুয়ারি তারেকের রায়ের বিরুদ্ধে শুনানি ধার্য করেছে হাইকোর্ট।

১৪ ফেব্রুয়ারি তারেকের রায়ের বিরুদ্ধে শুনানি ধার্য করেছে হাইকোর্ট।
হাইকোর্ট ১৪ ফেব্রুয়ারি অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির দিন আগামী ধার্য করেছে । বিচারপতি এন এনায়েতুর রহিম ও আমির হোসেনের ডিভিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেঞ্চ মঙ্গলবার এই দিন ধার্য করে। আপিল শুনানির বিষয়টি একই সঙ্গে অবগত করার জন্য তারেক রহমানকে নোটিশ দিতে হাইকোর্টের রেজিস্টার কার্যালয়কে নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা হাইকোর্টের বিশেষ জজ ২০১৪ সালে তারেক রহমানকে অর্থ পাচার মামলার অভিযোগ থেকে বেকসুর খালাস দেয়। তবে তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার জরিমানা করে। নিম্ন আদালতে তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আপিল করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন