নিউজ ডেস্কঃ ইয়ার্ডে লাইনচ্যুত হওয়ায় লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন ৩ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে স্টেশন ছেড়ে গেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) যাত্রা শুরুর আগে লাইনচ্যুত হওয়ায় এই বিলম্বে লালমনিরহাট রেলওয়ে স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লা আল-মামুন জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন সকাল ১০টা ২০ মিনিটে লালমনিরহাট স্টেশন থেকে নিয়মিত ছেড়ে যায়। মঙ্গলবার সকালে যথারীতি ট্রেনটি প্লাটফর্মে আসার প্রস্তুতি নিতেই ইয়ার্ডে লাইনচ্যুত হয়। ইয়ার্ড থেকে ফ্লাটফর পর্যন্ত লাইন দুর্বল থাকায় লাইনচ্যুতের ঘটনা ঘটে। ফলে যাত্রা বিলম্ব ঘটে ট্রেনটির। অবশেষে রেলওয়ে কর্তৃপক্ষ দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টা করে দুপুর দেড়টায় সচল হলে যাত্রা শুরু করে লালমনি এক্সপ্রেস ট্রেন। দীর্ঘ সময় অপেক্ষা করায় চরম দুর্ভোগে পড়ে রাজধানী ঢাকাগামী যাত্রী সাধারণ। যান্ত্রীক ত্রুটির কারণে সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে লালমনিরহাট রেলওয়ে।