নিউজ ডেস্কঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সিপিসি মেহেরপুর ক্যাম্পের সদস্যরা পৃথক আভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি ৭.৬১ এমএম পিস্তল উদ্ধার ও এক রাউন্ড পিস্তলের গুলিসহ মিল্টন (১৯) নামে একজনকে আটক করেছে। বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের ঝিনেরপুল পাড়া এলাকার একটি ঝোপের মধ্যে থেকে পিস্তল উদ্ধার এবং গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে গুলিসহ মিল্টনকে আটক করে তারা। আটক মিল্টন গাংনী উপজেলার লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। র্যাব-১২ সিপিসি মেহেরপুর ক্যাম্প সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কমান্ডার আবুল কালাম আজাদের নেতৃত্বে পৃথক দুটি টিম এই অভিযান পরিচালনা চালায়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে পৃথক দুটি মামলা হয়েছে।