News71.com
 Bangladesh
 27 Mar 23, 09:03 PM
 67           
 0
 27 Mar 23, 09:03 PM

রমজানের প্রথম কর্মদিবসে রাজধানী জুড়ে তীব্র যানজট।।

রমজানের প্রথম কর্মদিবসে রাজধানী জুড়ে তীব্র যানজট।।

নিউজ ডেস্কঃ রমজানের প্রথম কর্মদিবসে রাজধানী জুড়ে তীব্র যানজট দেখা গেছে। সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহনের চাপ কম থাকতে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রী পথচারীদের চলাচলে বাড়তে শুরু করেছে। ফলে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। শুক্রবার (২৪ মার্চ) থেকে রমজানের প্রথম রোজা শুরু হয়। এরমধ্যে শনিবার সাপ্তাহিক ছুটি ও রোববার সরকারি ছুটি ছিল। তাই রমজানের প্রথম তিন রোজায় রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। তবে সোমবার রমজানের প্রথম কর্মদিবস হওয়ায় সরকারি-বেসরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় একসঙ্গে খোলায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

 

সোমবার (২৭ মার্চ) রাজধানীর উত্তরা, হাউজবিল্ডিং, বিমানবন্দর হয়ে খিলক্ষেত বিশ্বরোড হয়ে রেডিসনের সামনে দিয়ে বনানী মহাখালী পর্যন্ত সড়কে, অন্যদিকে, মহাখালী থেকে সাতরাস্তা, মগবাজার হয়ে রমনা, মৎসভবন এবং মহাখালী থেকে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে বাংলামোটর-শাহবাগ হয়ে মৎসভবন-প্রেসক্লাব পর্যন্ত যানবাহনের প্রচণ্ড চাপ দেখা গেছে। এছাড়া খিলক্ষেত থেকে কুড়িল হয়ে নতুনবাজার বাড্ডা, রামপুরা, মালিবাগ হয়ে গুলিস্তান পর্যন্ত সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন