News71.com
 Bangladesh
 26 May 23, 12:26 AM
 35           
 0
 26 May 23, 12:26 AM

আজমত পিছিয়ে জায়েদা এগিয়ে :গাজীপুর ভোট

আজমত পিছিয়ে জায়েদা এগিয়ে :গাজীপুর ভোট


নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দিনভর ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা চলছে।

বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত ১২টা ২১ মিনিট পর্যন্ত ৩৩০টি কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন হাজার ১ লাখ ৭২ হাজার ১৮১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৪৬৬ ভোট।

তৃতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ২৬৭ভোট। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি (রনি সরকার) হাতি প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯১৮ ভোট।

 

নগরীর বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ঘোষণা হচ্ছে।

<div class="paragraphs"><p>রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম</p></div>

 

গাজীপুরে মোট ৪৮০টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।

এই নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার। দুপুর পর্যন্ত ভোটের হার ৬০ শতাংশের মতো ছিল বলে নির্বাচন কর্মকর্তারা ধারণা দিয়েছিলেন।

বড় ধরনের গোলযোগ ছাড়াই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ভোট চলাকালীন বড় একটা অনিয়মের অভিযোগ আসেন প্রার্থীদের কাছ থেকে। জাহাঙ্গীর অভিযোগ করেছিলেন, ভোটারদের ভয় দেখানো হচ্ছে।

তবে সব মিলিয়ে এই নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, “আমরা অত্যন্ত সন্তুষ্ট। জনগণ ও ভোটাররা সন্তুষ্ট। প্রার্থীরা সন্তুষ্ট। আপনাদের প্রতিনিধিরা (সাংবাদিক) সন্তুষ্ট। গণমাধ্যমেই তারা এ প্রতিক্রিয়া দিয়েছেন।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন