News71.com
 Bangladesh
 26 May 23, 10:11 AM
 29           
 0
 26 May 23, 10:11 AM

মার্কিন ভিসা নীতিতে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে ।। মির্জা ফখরুল

মার্কিন ভিসা নীতিতে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে ।।  মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ  বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্রের ভিসানীতি সহায়ক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫ মে) রাতে বিএনপি মহাসচিবের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। এতে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের পক্ষে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নাগরিকদের জন্য পরিবর্তিত ভিসানীতির মধ্যদিয়ে বিষয়টি পরিষ্কার হয়েছে। 

  

‘মানুষের ভোটাধিকার নিশ্চিতে বিএনপিসহ বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণ দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছিল, পরিবর্তিত মার্কিন এই ভিসা নীতিতে তার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে,’ যোগ করেন তিনি।  তিনি আরও উল্লেখ করেন, মার্কিন ভিসানীতির প্রতিপাদ্য বিষয়- বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করার সব প্রক্রিয়া নিশ্চিত করা। একইসঙ্গে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, জনগণের শান্তিপূর্ণ সমাবেশ করার স্বাধীনতা ও অধিকার চর্চাকে সহিংসভাবে দমনের যে কোনো নীতির বিরুদ্ধে  যুক্তরাষ্ট্র সরকার অবস্থান নিয়েছে। বিষয়টি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিরই সুস্পষ্ট প্রতিধ্বনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন