News71.com
 Bangladesh
 01 Sep 23, 12:27 AM
 103           
 0
 01 Sep 23, 12:27 AM

বাংলাদেশে স্যাটেলাইট কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স॥ জানালেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

বাংলাদেশে স্যাটেলাইট কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স॥ জানালেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

নিউজ ডেস্ক: বাংলাদেশে স্যাটেলাইট কারখানা নির্মাণ করার প্রস্তাব দিয়েছে ফ্রান্স। এ বিষয়ে ঢাকার পক্ষ থেকেও সম্মতি রয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির জাকার্তা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ১১ সেপ্টেম্বর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার সফরে দেশটির বাংলাদেশে স্যাটেলাইট কারখানা করার প্রস্তাব নিয়ে আলোচনার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

জবাবে ড. মোমেন বলেন, আমরা প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট ফ্রান্সের সহায়তায় উৎক্ষেপণ করেছি। আমরা আরও দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চাই। ফ্রান্সের প্রযুক্তি ভালো। তারা স্যাটেলাইট কারখানা নির্মাণ করার প্রস্তাব করেছে। আমরা এটা বিবেচনা করছি, চিন্তা-ভাবনা করছি। তবে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। গত বছর আমরা যখন ফ্রান্সে গিয়েছিলাম, তখন তারা প্রস্তাবটা দিয়েছিল। আমরা এটি বিচার বিশ্লেষণ করে দেখছি। আমি মনে করছি, বিষয়টিকে আমরা স্বাগত জানাতে পারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন