News71.com
 Bangladesh
 13 Sep 23, 01:03 AM
 67           
 0
 13 Sep 23, 01:03 AM

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য॥ প্রয়োজনে সহযোগিতার আশ্বাস

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য॥ প্রয়োজনে সহযোগিতার আশ্বাস

 

 

নিউজ ডেস্কঃ  যুক্তরাজ্য চায় বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হোক। নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের চর্চা নিশ্চিত করার জন্য এমন নির্বাচন দরকার বলে মনে করে দেশটি। আজ মঙ্গলবার ঢাকায় দুই দেশের মধ্যে অনুষ্ঠিত কৌশলগত সংলাপে যুক্তরাজ্য এ কথা বলেছে। ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে এ কথা জানায়। 

 

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ সংলাপে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। মাসুদ বিন মোমেন বলেন, ‘নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ আছে। তারা অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়। সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলে ব্রিটিশ পক্ষকে জানানো হয়েছে।’

নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে যুক্তরাজ্য তা দিতে প্রস্তুত বলে বাংলাদেশকে বৈঠকে জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন