News71.com
 Bangladesh
 18 Sep 23, 08:10 PM
 81           
 0
 18 Sep 23, 08:10 PM

তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন তৈমুর আলম খন্দকার ও সমশের মবিন চৌধুরী

তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন তৈমুর আলম খন্দকার ও সমশের মবিন চৌধুরী

 

 

নিউজ ডেস্কঃ বিএনপির এক সময়কার আলোচিত নেতা নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন বিএনপির সাবেক দুই নেতা তৈমুর আলম খন্দকার ও সাবেক কূটনিতিক সমশের মবিন চৌধুরী। তাঁরা তৃণমূল বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছেন, এমন আলোচনাও রাজনৈতিক অঙ্গনে রয়েছে। বিএনপির সাবেক দুই নেতার তৃণমূল বিএনপিতে যোগ দিতে যাওয়ার বিষয়টি সংবাদপত্রকে নিশ্চিত করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাবিবুর রহমান। 

 

উল্লেখ্য তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা ১৯৯১ ও ২০০১ সালে দুই দফায় খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। পরবর্তীতে ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনএফ নামে নতুন দল গঠন করেন। পরে সেই দল থেকে তাঁকে বহিষ্কার করেন দলটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক দল গঠন করেন নাজমুল হুদা। সর্বশেষ তিনি ‘তৃণমূল বিএনপি’ গঠন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন