News71.com
 Bangladesh
 20 Nov 23, 07:45 PM
 97           
 0
 20 Nov 23, 07:45 PM

চতুর্থ বারের মতো শ্রম আদালতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস

চতুর্থ বারের মতো শ্রম আদালতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস

 

 

নিউজ ডেস্কঃ শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস চতুর্থ বারের মতো শ্রম আদালতে হাজির হয়েছেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান সোমবার বেলা ১২টা ২০ মিনিটে আদালতে হাজির হন। 

 

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন