News71.com
 Bangladesh
 02 May 24, 09:43 AM
 705           
 0
 02 May 24, 09:43 AM

বরগুনায় আরও দুই সাংবাদিকের নামে সাইবার মামলা॥

বরগুনায় আরও দুই সাংবাদিকের নামে সাইবার মামলা॥


নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটা উপজেলায় স্থানীয় আরও দুই সাংবাদিকের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গরুতে ফসল নষ্ট করার বিরোধ নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে এ মামলা করা হয়। এর আগে ভিন্ন ভিন্ন আরও পাঁচ সাংবাদিকের নামে মামলা করা হয়। এ নিয়ে মোট সাত সাংবাদিকের নামে মামলা করা হলো। পাথরঘাটা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুর রহমান সোমবার (২৯ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। মামলার আইনজীবী ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য সায়েম-উল-আলম সাইবার আদালতে মামলাটি গ্রহণের বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন