News71.com
 Bangladesh
 27 May 24, 01:29 PM
 573           
 0
 27 May 24, 01:29 PM

বাগেরহাটে বাঁধ উপচে লোকালয়ে পানি॥আশ্রয়কেন্দ্রে ৭০ হাজার মানুষ

বাগেরহাটে বাঁধ উপচে লোকালয়ে পানি॥আশ্রয়কেন্দ্রে ৭০ হাজার মানুষ


নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটে সকাল থেকেই ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। সেখানে নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের তুলনায় ৫ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে ৫ শতাধিক বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাত ৮টা পর্যন্ত ৭০ হাজার মানুষ ও ৩ হাজার গবাদি পশু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।  তবে অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। 

পাঁচ শতাধিক বাড়িঘর প্লাবিত, জানা গেছে, ৩৫/১ পোল্ডারের শরণখোলা উপজেলার রাজৈর এলাকার স্লুইসগেট নির্মাণের জন্য দেওয়া বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এছাড়া এই উপজেলার সাউথখালী ইউনিয়নের তেরাবেকা এলাকায় রিংবেরি বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকেছে। এতে পাঁচ শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। এছাড়া মোরেলগঞ্জ উপজেলার পানগুছি, বাগেরহাট সদর উপজেলার ভৈরব, মোংলার পশুর নদীর পানি বিভিন্ন স্থানে বেরিবাঁধ ও সড়ক উপচে লোকালয়ে পানি প্রবেশে করেছে। এছাড়া প্লাবিত হয়েছে সুন্দরবনের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রসহ বিভিন্ন এলাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন