News71.com
 Bangladesh
 03 Aug 24, 09:35 PM
 183           
 0
 03 Aug 24, 09:35 PM

বরিশালে ট্রাফিক পুলিশ বক্স ও এপিবিএনের পিকআপ ভাঙচুর॥

বরিশালে ট্রাফিক পুলিশ বক্স ও এপিবিএনের পিকআপ ভাঙচুর॥


নিউজ ডেস্কঃ বরিশালে আর্মড ব্যাটালিয়ন পুলিশ সদস্যদের খাবারবাহী একটি পিকআপ ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এই ঘটনার সাথে যুক্ত। আজ শনিবার দুপুরে নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় কনস্টেবল সিফাত হাসানাত আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে থেকে শিক্ষার্থীরা সিএন্ডবি রোড হয়ে সদর রোডের উদ্দেশ্যে রওনা হয়। হাতেম আলী কলেজ চৌমাথা থেকে সদর রোডে যাওয়ার সময় খাবারবাহী পিকআপ চলে আসে। শিক্ষার্থীদের বাঁধার মুখে যাওয়ার চেষ্টা করে পিকআপ। তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হলে চালক এএসআই ইয়াহিয়া পিকআপ রেখে পালিয়ে যান। তখন শিক্ষার্থীরা পিকআপে থাকা তিন সদস্যর ওপর হামলা করে। অন্যান্য শিক্ষার্থীরাসহ স্থানীয়রা তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে মারকাজ মসজিদে নেয়। শিক্ষার্থীরা চলে যাওয়ার পর তিন সদস্যকে উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন