News71.com
 Bangladesh
 08 Oct 24, 09:36 AM
 84           
 0
 08 Oct 24, 09:36 AM

প্রধান উপদেষ্টা ড.ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্যে ঝালকাঠিতে গোপনীয় সহকারি বরখাস্ত॥

প্রধান উপদেষ্টা ড.ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্যে ঝালকাঠিতে গোপনীয় সহকারি বরখাস্ত॥

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অপরাধে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) শেখ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। "জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম" এই শিরোনামে একটি জাতীয় দৈনিকে দেয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্বাক্ষাতকারের অনলাইন ভার্সনে বিরূপ মন্তব্য করেন উপজেলা পরিষদের (সিএ) এসএম মনিরুজ্জামান। মন্তব্যে মনির উল্লেখ করেন, "আগে জেলে যাবার সম্ভাবনা ছিলো এখন ফাসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবীত থাকেন)"।

বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি সিএ মনিরুজামানকে সাময়িক দরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এর পর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারী করা হয়। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। মনিরুজ্জামান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে (সাবেক) দায়িত্ব পালন করেছেন বলে জানা যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন