News71.com
 Bangladesh
 28 Nov 24, 08:48 PM
 21           
 0
 28 Nov 24, 08:48 PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে তালা॥

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে তালা॥

 

নিউজ ডেস্কঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় তাঁর কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ শেষে বেলা সোয়া ১টায় উপাচার্যর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ চলাকালে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত উপাচার্যের পদত্যাগের দাবিতে আলটিমেটাম ঘোষণা করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই বিপ্লবের চেতনা ধারণ না করা ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করেন উপাচার্য শুচিতা শরমিন। বিগত তিন মাসে ভিসি শিক্ষার্থীবান্ধব কোনো কাজ করেননি। এ কারণে গতকাল বুধবার সন্ধ্যায় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি তোলেন। এদিকে ক্যাম্পাসে শহীদদের স্মরণে অনুষ্ঠিত সভায় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের থাকার কথা থাকলেও তাঁর নাম বাদ দিয়ে সেখানে প্রো–ভিসিকে (উপ–উপাচার্য) প্রধান অতিথি করেছেন ছাত্ররা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন