News71.com
 Bangladesh
 09 Sep 17, 11:08 AM
 1166           
 0
 09 Sep 17, 11:08 AM

দক্ষিনের পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিএনপি-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ,আহত ৮।।

দক্ষিনের পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিএনপি-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ,আহত ৮।।


নিউজ ডেস্কঃ হঠাৎ পর্যটন কেন্দ্র কুয়াকাটার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। সংঘর্ষে জড়িয়ে পরেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি’র নেতা-কর্মীরা। আজ শুক্রবার সন্ধ্যার দিকে কুয়াকাটা সৈকতে সংলগ্ন এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় দলের প্রায় ৮ নেতাকর্মী আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে,সন্ধ্যার দিকে কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম মোশাররফ হোসেন কুয়াকাটায় উপস্থিত হলে নেতাকর্মী ও সমর্থকরা সৈকতে যায়। এ সময় তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের সময় খারার হোটেলসহ অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। এদিকে আচমকা সংঘর্ষের কারণে সৈকতে উপস্থিত পর্যটকরা ভয়ে দিকবিদিক ছোটাছোটি করতে থাকে। পরে মহিপুর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মিজানসহ পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পৌর যুলীগের আহবায়ক ইছাহাক শেখ বলেন,বিএনপি মহড়া দিয়ে যাবার সময় কুয়াকাটা শ্রমীকলীগের সভাপতি আব্বাস কাজীর সাথে তর্কে জড়িয়ে পড়ে। কুয়াকাটা পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা বলেন, বিএনপির নেতারা মহড়া দিয়ে যাবার সময় তারা হামলা চালায়। এতে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন,মাগরিবের নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে কুয়াকাটা সৈকতে যাওয়ার সময় পৌর আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা একযোগে আমাদের উপর আতর্কিত হামলা চালায়। এ বিষয়ে মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গণ্ডগোলের খবর শুনে কুয়াকাটা এসেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন