নিউজ ডেস্কঃ গত এক বছরে ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে অন্তত ৩৭ জন কথিত জিনের বাদশাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন। এ ছাড়াও মাদক ও ইয়াবা উদ্ধারে রেকর্ড সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। গতকাল শনিবার রাতে লালমোহন থানা পুলিশের আয়োজনে ‘বিট পুলিশিং’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসপি আরো বলেন,জনগনের সহায়তা পেলে মাদকের গডফাদারদের গ্রেপ্তার করে ভোলাকে মাদকমুক্ত করা সম্ভব। লালমোহন থানার ওসি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, স্থানীয় সমাজিক অপরাধ দমন,মাদক,ইভটিজিং, জুয়া ও বাড়ন্ত কিশোরদের নৈতিক অবক্ষয় তুলে ধরে বক্তৃতা করেন। পরে লালমোহন প্রেসক্লবে গিয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথেও পৃথক মতবিনিময় সভা করেন পুলিশ সুপার মোকতার হোসেন।