নিউজ ডেস্কঃ বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকাসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। আজ পরিচালিত এ অভিযানে আটক ১৪ জেলের বাড়ি হিজলা উপজেলার বিভিন্ন এলাকায়। বরিশাল নৌ পুলিশের পরিদর্শক আবু তাহের জানান, হিজলা লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারে করে ১০০ মন শিকার নিষিদ্ধ জাটকা বিক্রির উদ্দেশ্যে বরিশাল নগরীর পোর্ট রোডে মাছের আড়তে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে নৌ-পুলিশ অভিযান চালিয়ে একটি ট্রলার বোঝাই ১০০ মণ জাটকাসহ ১৪ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রাশেদ জব্দকৃত জাটকা প্রকাশ্যে নিলামে বিক্রি করেন।