News71.com
 Bangladesh
 10 Apr 18, 05:30 AM
 1351           
 0
 10 Apr 18, 05:30 AM

বরিশাল সিটি করপোরেশনে প্রথমবারের মতো নারী মেয়র শরীফ তাছলিমা কালাম পলি।।

বরিশাল সিটি করপোরেশনে প্রথমবারের মতো নারী মেয়র শরীফ তাছলিমা কালাম পলি।।

নিউজ ডেস্কঃ বরিশাল সিটি করপোরেশনে প্রথমবারের মতো মেয়রের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৩ নম্বর প্যানেল মেয়র শরীফ তাছলিমা কালাম পলি। নির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ায় তার অনুপস্থিতিতে ৭ দিনের জন্য মেয়রের দায়িত্ব পেয়েছেন পলি। আজ বেলা ১২ টায় নগর ভবনে এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত তাছলিমা কালাম পলি মেয়রের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নগর ভবনের প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম রুমি। গত সোমবার চিকিৎসার জন্য থাইল্যান্ড যান মেয়র কামাল। আজ মঙ্গলবার দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার, কাউন্সিলর ফিরোজ আহম্মেদ, মো. ইউনুস মিয়া, মীর জাহিদুল কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সিটি করপোরেশনের প্রথম ও দ্বিতীয় প্যানেল মেয়রকে পাশ কাটিয়ে ৩ নম্বর প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন দুই প্যানেল মেয়র কে এম শহীদুল্লাহ এবং মোশারফ আলী খান বাদশা। সিটি করপোরেশন আইন অনুযায়ী নির্বাচিত মেয়রের অনুপস্থিতে ১ নম্বর প্যানেল মেয়র ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাবেন। তিনি অপারগতা জানালে কিংবা অনুপস্থিত থাকলে ২ নম্বর প্যানেল দায়িত্ব পাবেন। ওই দুই জন অপারগতা জানালে ৩ নম্বর প্যানেল মেয়র ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাবেন। কিন্তু এই বিধি লঙ্ঘন হয়েছে বলে দাবি অপর দুই প্যানেল মেয়রের। ভারপ্রাপ্ত মেয়র শরীফ তাছলিমা কালাম পলি বলেন, মেয়র তিন প্যানেল মেয়রের মধ্যে যাকে ইচ্ছা ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিতে পারেন। সব কিছু আইন অনুযায়ী হয়েছে। তিনি ৭ দিনের দায়িত্ব পালনকালে সকলের সহযোগীতা কামনা করেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, মেয়র তার অনুপস্থিতিতে তিন প্যানেল মেয়রের মধ্যে যে কাউকে দায়িত্ব দিতে পারেন। এটা তার নিজস্ব এখতিয়ার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন