নিউজ ডেস্কঃ ভোলায় পুলিশ সুপারের স্বাক্ষর জাল করার অভিযোগে তিনজনকে করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন ভোলার সদর উপজেলার মধ্য বাপ্তা এলাকার শাহিন (২৩), দৌলতখান উপজেলার রুহুল আমিন (২৪) ও বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকার নাজির (২০)। আজ শুক্রবার সকালে তাদেরকে পৃথক অভিযানে আটক করা হয়। ভোলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটকরা বিভিন্ন পাসপোর্ট ও ভিসাসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রে প্রশাসনসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সাধারণ মানুষকে ঠকিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
মো. শহিদুল ইসলাম আরো বলেন,এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল মো. নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে তারা পুলিশ ক্লিয়ারেন্সে পুলিশ সুপারের স্বাক্ষর জাল করে ক্লিয়ারেন্সের কাগজ দেয়। ওই ব্যক্তি সে কাগজ নিয়ে যাচাই করার জন্য পুলিশের কাছে আসে। আমরা জাল বুঝতে পেরে নুরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তিন প্রতারককে আটক করি। আটকদের বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।