News71.com
 Bangladesh
 12 Jun 18, 06:19 PM
 1708           
 0
 12 Jun 18, 06:19 PM

পিরোজপুরের কাউখালীতে তেল ও গ্যাস অনুসন্ধান শুরু।।

পিরোজপুরের কাউখালীতে তেল ও গ্যাস অনুসন্ধান শুরু।।

নিউজ ডেস্কঃ পিরোজপুরের কাউখালী উপজেলায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সাইসমিক প্রজেক্ট অব বাপেক্স ৩বি,৬বি এবং ৭ প্রকল্পের আওতায় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য প্রাথমিক জরিপ কাজ শুরু করেছে। গত তিন দিন ধরে উপজেলার জয়কুল,কাঁঠালিয়া, বিড়ালজুড়ি, বাশুরি এলাকায় বাপেক্সের অনুসন্ধানকারী গ্যাসসহ খনিজসম্পদ সন্ধানে ব্যাপক তৎপরতা শুরু করেছে। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০টি স্থানে খননকাজ করছে প্রতিষ্ঠানগুলো। উপজেলার বেশ কয়েকটি গ্রামে অনুসন্ধানমূলক কাজ চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিদিন সীমানা নির্ধারণের পর এলাকাগুলোতে মাটিতে গভীরতা সৃষ্টি করে কমপক্ষে (৭০ ফিট মাটির নিচে) আধুনিক ডিজিটাল পদ্ধতিতে তেল ও গ্যাসসহ খনিজ সম্পদ সন্ধান করা হচ্ছে। এ বিষয়ে কাজে নিয়োজিত শ্রমিক নাছির হোসেন জানান,আমরা শুধুই সীমানা নির্ধারণের কাজ করি। এরপর অনুসন্ধানের কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন