News71.com
 Bangladesh
 08 Jul 18, 05:27 AM
 1697           
 0
 08 Jul 18, 05:27 AM

‘ঝালকাঠির দুটি আসন থেকেই শেখ হাসিনাকে নৌকা উপহার দেয়া হবে’।। শিল্পমন্ত্রী আমু

‘ঝালকাঠির দুটি আসন থেকেই শেখ হাসিনাকে নৌকা উপহার দেয়া হবে’।। শিল্পমন্ত্রী আমু

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকার প্রতি বছর জেলা পরিষদ এলাকার উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। এ টাকা ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন উন্নয়নে খরচ করা হচ্ছে। ঝালকাঠি জেলা পরিষদের সদস্যদের পাশাপাশি ৩২টি ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা তৃণমুল পর্যায়ে এলাকার উন্নয়নে কাজ করেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির ২টি নির্বাচনী আসন থেকেই শেখ হাসিনাকে নৌকা উপহার দেয়া হবে। শিল্পমন্ত্রী আরো বলেন, প্রতিটি ইউনিয়নে সঠিকভাবে উন্নয়নের কাজ করতে পারলে সরকারের ভিশন-২০২১ মিশনের জয় হবেই। সরকারের সুনাম হবে। মানুষ এসব কাজের সুফল পাবে। তাই আবার নৌকা প্রতীকে মানুষ ভোট দিয়ে আগামীতে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।

শনিবার ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. বজলুল হক হারুন, জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকাদর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন