News71.com
 Bangladesh
 05 Nov 18, 07:05 AM
 1517           
 0
 05 Nov 18, 07:05 AM

র‍্যাবের হাতে নাজিরপুরে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের সদস্য আটক ।।  

র‍্যাবের হাতে নাজিরপুরে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের সদস্য আটক ।।   

নিউজ ডেস্কঃ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঠুটাখালী এলাকায় অভিযান চালিয়ে চলমান জেএসসি ও পিএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের সদস্য জয়ন্ত মন্ডলকে (১৮) আটক করেছে র‍্যাব-৮। আজ সোমবার সকাল ৮টার দিকে জয়ন্তকে তার নিজ বাড়ি থেকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে দুটি মুঠোফোন সেট ও ব্যবহৃত ২টি সিমকার্ড উদ্ধার এবং তার ফেসবুক একাউন্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায় র্যাব। আটক জয়ন্ত মন্ডল ঠুটাখালী গ্রামের জোতিন্দ্র মন্ডলের ছেলে ।

আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জয়ন্ত ভুয়া প্রশ্নপত্র সরবরাহের উদ্দেশ্যে নিজ বাড়িতে তার ফেসবুক একাউন্টে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি’র ১০০ ভাগ কমন সাজেশন নামে ভুয়া প্রশ্নপত্র বিক্রির স্ট্যাটাস দেয়। তার দেওয়া স্ট্যাটাস দেখে অনেক সুযোগ সন্ধানী শিক্ষার্থী প্রলোভনে পড়ে তার কাছ থেকে মোটা অংকের বিনিময়ে ওই ভুয়া প্রশ্নপত্র ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে। এ খবর পেয়ে আজ সকালে জয়ন্তকে তার নিজ বাড়ি থেকে আটক করে র্যাব। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়ন্ত ভুয়া প্রশ্নপত্র সরবরাহের নামে বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশ ও বিভিন্ন পন্থায় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আটক জয়ন্তকে নাজিরপুর থানায় সোপর্দ করে প্রতারণার মামলা দায়ের করার কথা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন