নিউজ ডেস্কঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়,নগরীর সরকারী মডেল স্কুল এন্ড কলেজ এবং বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ কেন্দ্রে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৭৬৮জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হয় সকাল ১১টায়। এর আগে পরীক্ষা শুরুর পরপরই নগরীর সরকারী মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক। প্রফেসর ড. এসএম ইমামুল হক ভর্তি পরীক্ষা কেন্দ্রের সার্বিক চিত্রে সন্তোষ প্রকাশ করেন। আগামীকাল শনিবার দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে পরদিন রবিবার ফল ঘোষণার কথা বলেছেন উপাচার্য। আজ প্রথম দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়,সরকারী বরিশাল কলেজ,সরকারী মহিলা কলেজ,আলেকান্দা সরকারী কলেজ,সরকারী মডেল স্কুল এন্ড কলেজ,অমৃত লাল দে মহাবিদ্যালয়,বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ এবং নগরীর কাউনিয়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ক ইউনিটের ভর্তি পরীক্ষ অনুষ্ঠিত হবে। ২০১১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবার অস্টমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ হাজার ১০২ জন শিক্ষার্থী। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ২০ জন। পূর্বের ২২টি বিভাগের সাথে চলতি শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ২টি বিভাগ। এগুলো হল ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগ। এদিকে বরাবরের মতো এবারও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ঘ‘ ইউনিটে কোন ভর্তি পরীক্ষার ব্যবস্থা রাখা হয়নি।