নিউজ ডেস্কঃ ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।আজ সোমবার ১৪তম দিনের মতো শিক্ষার্থীদের আন্দোলন চলছে। বেলা পৌনে ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা জানান, ভিসির পদত্যাগ অথবা ভিসির ছুটির প্রমাণপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুপাশে যানবাহনের লাইন দেখা যায়। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদ করলে উপাচার্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। এর প্রতিবাদ ও প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত ২৯ মার্চ ভিসি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওয়ায় ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু হয়।