News71.com
 Bangladesh
 29 Sep 19, 01:36 PM
 920           
 0
 29 Sep 19, 01:36 PM

কোমল পানীয় পান করে অচেতন চার শিক্ষার্থী !!

কোমল পানীয় পান করে অচেতন চার শিক্ষার্থী !!

নিউজ ডেস্কঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামে গত শুক্রবার দুপুরে কোমল পানীয় ‘টাইগার’ পান করে চার শিশু শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়েছে। ওই চার শিক্ষার্থীকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মাকসুদুর রহমান বলেন, ‘কোমল পানির সঙ্গে নেশা জাতীয় দ্রব্য ছিল, এর কারণে চার শিক্ষার্থী দ্রুত অচেতন হয়ে পড়ে। তাদের বরিশাল পাঠানো হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন