নিউজ ডেস্কঃ অপহরণের দেড় মাস পর বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তমাল বাড়ৈ নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উদ্ধার করা ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। এছাড়া গ্রেফতার অপহরণকারীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের বিবেক বাড়ৈর বাড়ি থেকে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী তমালকেও গ্রেফতার করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত ২৪ আগস্ট সকালে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে একই এলাকার উত্তম বাড়ৈর ছেলে তমাল বাড়ৈ। এ ঘটনায় গত ২৮ আগস্ট অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন বলেও জানান ওসি আফজাল।