নিউজ ডেস্কঃ বরিশালে সড়ক দুর্ঘটনায় কমলা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত কমলা বেগম বরিশাল সদরের রায়পাশা ইউনিয়নের শিবপাশা এলাকার মুক্তাল হোসেনের স্ত্রী। বুধবার (২ অক্টোবর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে ইমরান হোসেন জানান, বুধবার দিনগত মধ্যরাতে বরিশালের ২২ নম্বর ওয়ার্ডস্থ কাজীপাড়া এলাকা সংলগ্ন সিঅ্যান্ডবি রোডের সংযোগ সড়কে তার মা (কমলা বেগম) দাঁড়ানো ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে চলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। পাশাপাশি কোতোয়ালি মডেল থানায় বিষয়টি অবহিত করা হয়েছে। তবে, নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।