News71.com
 Bangladesh
 04 Oct 19, 02:05 PM
 898           
 0
 04 Oct 19, 02:05 PM

ভোলায় অস্ত্রসহ দস্যু জাকির আটক ।।

ভোলায় অস্ত্রসহ দস্যু জাকির আটক ।।

নিউজ ডেস্কঃ ভোলার মেঘনায় দস্যু জাকিরকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। শুক্রবার (০৪ অক্টোবর) সকালে সদরের পরানগঞ্জ সংলগ্ন গুপ্তমুন্সি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সদরের গুপ্তমুন্সি এলাকায় জাকিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ তাকে আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. ওয়াসির আকির জাকি বাংলানিউজকে জানান, দস্যু জাকিরের বিরুদ্ধে একাধিক দস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন