নিউজ ডেস্কঃ ভোলার মেঘনায় দস্যু জাকিরকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। শুক্রবার (০৪ অক্টোবর) সকালে সদরের পরানগঞ্জ সংলগ্ন গুপ্তমুন্সি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সদরের গুপ্তমুন্সি এলাকায় জাকিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ তাকে আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. ওয়াসির আকির জাকি বাংলানিউজকে জানান, দস্যু জাকিরের বিরুদ্ধে একাধিক দস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।