নিউজ ডেস্কঃ ইলিশের জেলা বরগুনায় বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ইলিশ উৎসব। অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিলো এ উৎসবে। একদিনেই ৮৭ লাখ টাকার ইলিশ বিক্রি হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম এ উৎসবের আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় ইলিশের নানা রকম প্লাকার্ড ও দৃষ্টিনন্দন ভাস্কর্য নিয়ে অংশ নেয় নারী ও কিশোর-কিশোরীসহ সহস্রাধিক জনতা। এ উৎসবে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় ইলিশ বিষয়ক নাটক, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে জেলার ছয়টি উপজেলা থেকে ২৫টিরও বেশি স্টল শোভা পায়। স্টলগুলোতে রান্না ইলিশের শতেক রকমের বাহারি খাবার প্রদর্শিত হয়। স্বল্পমূল্যে বিক্রি করা হয় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীসহ বঙ্গোপসাগরের সুস্বাদু তাজা ইলিশ। ইলিশ উৎসবের আয়োজক বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ জানিয়েছেন, সারা বাংলাদেশে যে পরিমাণ ইলিশ পাওয়া যায় তার ৫ ভাগের এক ভাগ ইলিশ শুধুমাত্র বরগুনা জেলায় আহরিত হয়। তাই বরগুনাকে ইলিশের জেলা ঘোষনা করতে হবে। তিনি আরও দাবি করেন, জাতীয়ভাবেই প্রতি বৎসর ইলিশ উৎসব করতে হবে।