নিউজ ডেস্কঃ বরিশালে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে সালেহা বেগম (৫৩) ও হাসেম (৪২) নামের দুই জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা এয়ারপোর্ট থানাধীন এলাকার বাসিন্দা আব্দুর রব হাওলাদারের স্ত্রী এবং হাসেম কাশিপুর এলাকার বাসিন্দা। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকার একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দু'জন মারাত্বকভাবে আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।