News71.com
 Bangladesh
 06 Oct 19, 03:58 PM
 920           
 0
 06 Oct 19, 03:58 PM

পাথরঘাটায় ২০ মণ হরিণের মাংসসহ আটক ১ ।।

পাথরঘাটায় ২০ মণ হরিণের মাংসসহ আটক ১ ।।

নিউজ ডেস্কঃ রগুনার পাথরঘাটায় ২০ মণ হরিণের মাংসসহ আবদুস সোবহান (৫৬) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইঞ্জিন চালিত একটি নৌকাও জব্দ করা হয়েছে। কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ মণ হরিণের মাংসসহ একজনকে আটক করা হয়েছে। মাংসগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আবদুস সোবহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন