News71.com
 Bangladesh
 18 Dec 19, 01:18 PM
 1015           
 0
 18 Dec 19, 01:18 PM

বিসিসি মেয়রের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ।।

বিসিসি মেয়রের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ।।

নিউজ ডেস্কঃ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ ই লি জিমিং। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে নগরের বরিশাল ক্লাবের ক্যাফেটেরিয়ায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল সিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজে চীনা সরকার ও তাদের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান। এ কাজে যারা এগিয়ে আসবেন তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মেয়র। এসময় তিনি বলেন, আমাদের নগর অন্য নগর থেকে কিছুটা অনুন্নত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুরদর্শী নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করছেন। তিনি দেশের সার্বিক উন্নয়ন সাধিত করেছেন। আশা করছি, চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নত হবে। প্রতি উত্তরে চীনা রাষ্ট্রদূত এইচ ই লি জিমিং বলেন, যেকোনো নগর থেকে বরিশাল নগরের রাজনৈতিক পরিবেশ ভালো। এটা একটি স্বাস্থ্যসম্মত নগর বলে আমার মনে হচ্ছে। চীন সরকার ও তাদের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করার জন্য আগ্রহী। আশা করি, বরিশাল অচিরেই একটি উন্নত নগরে পরিণত হবে। তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে। সৌজন্য সাক্ষাতকালে চীনা রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছাড়াও বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক শহীদুল ইসলাম, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ চীনা রাষ্ট্রদূতকে বরিশাল সিটির প্রতীকী চাবি উপহার দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন