News71.com
 Bangladesh
 28 Jan 20, 01:02 PM
 923           
 0
 28 Jan 20, 01:02 PM

বরিশালের এক মাদ্রাসায় ১ কেজি মুড়ির বিল ১৪ হাজার ৮৮০ টাকা॥

বরিশালের এক মাদ্রাসায় ১ কেজি মুড়ির বিল ১৪ হাজার ৮৮০ টাকা॥

নিউজ ডেস্কঃ বরিশালের গৌরনদী উপজে'লায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের নাস্তার খরচ বাবদ এক কেজি মুড়ি ও বিস্কুটের মূল্য ধ'রা হয়েছে ১৪ হাজার ৮৮০টাকা।উপজে'লার দক্ষিণ দিয়াশুর সৈয়দিয়া দাখিল মাদরাসার হিসাবের খাতায় দেখা গেছে এই চিত্র।মাদরাসার সুপারিনটেনডেন্ট আব্দুস সত্তারের স্বাক্ষর জাল করে সহকারী সুপারিনটেনডেন্ট আবদুল হালিম ওই টাকা আত্মসাৎ করেছেন বলে অ'ভিযোগ পাওয়া গেছে।মাদরাসার হিসাব খাতায় দেখা গেছে, ২০১৮ সালের ২৮ নভেম্বর সহকারী সুপারিনটেনডেন্ট আবদুল হালিম খরচ বাবদ মাদরাসার হিসাব খাতায় ১ কেজি মুড়ি ও বিস্কুটের বিল ১৪ হাজার ৮৮০ টাকা তুলেছেন। ওই মুড়ি ও বিস্কুটের বিল ব্যাংকে দেখিয়ে টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেন আবদুল হালিম।মাদরাসার সুপারিনটেনডেন্ট আব্দুস সত্তার জানান, ২০০৪ সাল থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দু'র্নীতি করে অর্থ আত্মসাৎ করেছেন আবদুল হালিম।মুড়ির বিষয়ে গত ১৪ ডিসেম্বর মাদরাসা সুপারিনটেনডেন্ট আব্দুস সত্তার সহকারী সুপারিনটেনডেন্ট আবদুল হালিমকে শোকজ করেন। এতোদিন গো'পন থাকলেও এবার বিষয়টি উঠে এসেছে। তাছাড়া সরকারি বই বিক্রিসহ বিভিন্ন দু'র্নীতি করে অর্থআত্মসাতের অ'ভিযোগও রয়েছে আবদুল হালিমের বি'রুদ্ধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন