News71.com
 Bangladesh
 04 Feb 20, 06:52 PM
 936           
 0
 04 Feb 20, 06:52 PM

অবশেষে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত

অবশেষে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত

পিরোজপুর প্রতিনিধি : অবশেষে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২০ স্থগিত করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে পিরোজপুর সিনিঃ সহকারী জজ মোঃ গোলাম নবী এ আদেশ দিয়েছেন। আদালত একই সাথে আগামী ৭ কার্য দিবসের মধ্যে সকল বিবাদীদেরকে কারন দর্শানোর নোটিশও দিয়েছেন। মামলার বাদী এ্যাড. শহিদুল ইসলাম(২) এর পক্ষে মামলা পরিচালনাকারী পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাড.খান মোঃ আলাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানাযায়, আগামী ১৩ ফেব্রুয়ারী পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কাযনির্বাহী পরিষদের নির্বাচন দিন ধার্য করে তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশনার এ্যাড. রতন দত্ত ও সহকারী রির্টানিং অফিসার এ্যাড. জহুরুল ইসলাম এবং এ্যাড.লুৎফিয়াল কুদ্দুস। সে অনুযায়ী সভাপতি,সাধারন সম্পাদকসহ মোট ১৯টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে এ্যাড,মোস্তফা কামলা সভাপতি ও এ্যাড.শহীদুল হক খান পান্না সাধারন সম্পাদক প্রানেল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের এ্যাড. নিজাম উদ্দিন সরদার সভাপতি ও এ্যাড.মনিরুল ইসলাম খান মনির এই দুটি প্যানেলসহ এ্যাড.শাহআলম সভাপতি ও এ্যাড.একেএম আউয়াল সাধারন সম্পাদক পদে স্বতন্ত্র প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদিকে জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ৯১ ধারামতে নির্বাচন পরিচালনার জন্য কার্যকরী পরিষদের সভার মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ করার বিধান উপেক্ষা করে বর্তমান সাধারন সম্পাদক এ্যাড.শহীদুল হক খান পান্না বেআইনীভাবে নির্বাচন কমিশন নিয়োগ দেয়ায় তা অবৈধ ঘোষনা এবং সকল নির্বাচন কার্যক্রম স্থগিত চেয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বাদী পক্ষ আবেদন করলে শুনানী শেষে আদালত এ আদেশ দেন। ইল্লেখ্য মামলায় পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী নির্বাহী সভাপতি এ্যাড.বেলায়েত হোসেন,সাধারন সম্পাদক এ্যাড.শহীদুল হক খান পান্নাসহ পরিষদের ১৯ সদস্য এবং নির্বাচন কমিশনে ৩ সদস্য মিলিয়ে মোট ২২জনকে বিবাদী করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন