News71.com
 Bangladesh
 29 Mar 20, 06:50 PM
 903           
 0
 29 Mar 20, 06:50 PM

বরিশালে সাংবাদিক পেটানো সেই তিন পুলিশ সদস্য ক্লোজড॥

বরিশালে সাংবাদিক পেটানো সেই তিন পুলিশ সদস্য ক্লোজড॥

নিউজ ডেস্কঃ বরিশালে করোনার সংক্রমণ সংক্রান্ত সরকারি প্রচারণার ছবি তুলতে গিয়ে স্থানীয় পত্রিকার দুই ফটো সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় বন্দর থানার তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। ঘটনা তদন্তে ডিসি সাউথকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন এই তথ্য। ক্লোজড হওয়া তিন জন হলেন- নায়েক মো. মহসিন, কনস্টেবল মো. জাহিদ ও কনস্টেবল মো. কাওসার। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেনকে প্রধান করে তিন সদস্যদের একটি কমিটি গঠন করা হয়। যথা দ্রুত সম্ভব গঠিত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।


এর আগে গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ব্রিজের ঢালে দুই ফটো সাংবাদিককে পিটিয়ে আহত করে পুলিশ। বরিশালের আঞ্চলিক দৈনিক দেশ জনপদ পত্রিকার ফটোসাংবাদিক সাফিন আহমেদ রাতুল ও দৈনিক দখিনের মুখ পত্রিকার ফটো সাংবাদিক নাছির উদ্দিন জানান, বরিশাল সদর উপজেলার ইউএনও মো. মোশারেফ হোসেন ওই এলাকায় করোনা সংক্রমণ সংক্রান্ত প্রচারণায় যান। যার ছবি তুলতে তারাও সেখানে যান। ইউএনওর বহরের সঙ্গে থাকা পুলিশের সদস্যরা তাদের পিটিয়ে আহত করে। ঘটনায় হতভম্ব হয়ে লজ্জায় বিষয়টি চেপে রাখেন তারা। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হওয়ায় সহকর্মীদের খুলে বলেন। এরপর সহকর্মীরা পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে আজ এ ব্যবস্থা নেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন